ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

স্কুলে বন্ধে মাদ্রাসার দিকে ঝুঁকছে আফগান মেয়েরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

স্কুলে বন্ধে মাদ্রাসার দিকে ঝুঁকছে আফগান মেয়েরা

 স্কুলে বন্ধে মাদ্রাসার দিকে ঝুঁকছে আফগান মেয়েরা

রাজধানী কাবুলে কিশোরী মেয়েরা সারিবদ্ধভাবে বসে কোরআন তেলওয়াত করছেন। আর একজন বিজ্ঞ শিক্ষক তাদের পড়ালেখা দেখাশোনা করছেন। হুররিয়েত ডেইলি

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর সারা দেশে বিপুল সংখ্যক মাদ্রাসার সংখ্যা গড়ে উঠেছে এবং মাধ্যমিক স্কুল নিষিদ্ধ হওয়ার পর ক্রমবর্ধমান হারে মেয়েরা মাদ্রাসায় ভর্তি হচ্ছে। বোরখা পরিহিত ১৬ বছরের ফারাহ বলে, আমাদেরকে শিক্ষার সুযোগ দেয়া হয়নি। এতে আমরা বেশ হতাশ হয়ে পড়ি। পরে আমার পরিবার আমাকে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এখন আমাদের জন্য কেবল মাদ্রাসার দরজায় খোলা আছে।

মেয়েরা গনিত ও সাহিত্যের পরিবর্তে এখন কোরআন ও আরবি ভাষা শিক্ষা করছে। এএফপির সাংবাদিক কাবুল ও কান্দাহারের তিনটি মাদ্রাসায় যান। তাকে জানানো হয় যে, সেখানে ছাত্রীর সংখ্যা গত একছবরে দ্বিগুণ হয়েছে।

তালেবান কর্তৃপক্ষ ইসলামের বিধান কঠোরভাবে মেনে চলার কথা বলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ করেছে।

এনবিএস/ওডে/সি