ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে থামলো বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে থামলো বাংলাদেশ

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে থামলো বাংলাদেশ


টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ৩৩৮ রান করে। ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এতদিন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ (পর ব্যাটিং)। আর আগে ব্যাটিং করে সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান। দুটি রেকর্ডই হয়েছিল ২০১৯ বিশ্বকাপে।  আইরিশদের বিপক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৮৯ বলে তিনি এই রান করেন। সাকিব থেকে ১ রান কম ৯২ করেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। ৮৫ বলে এই রান করেন তিনি। দুজনেই সেঞ্চুরি হাতছড়া করেন। মুশফিক খেলেন ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। লিটন দাস ২৬, নাজমুল হোসেন শান্ত ২৫ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে ইয়াসির আলী ১০ বলে ১৭ রান করে ফেরেন রানআউট হয়ে। তার আগে তাসকিন ৭ বলে ১১ রান করেন। এ ছাড়া নাসুম ৭ বলে ১১ ও মোস্তাফিজুর রহমান ২ বলে ১ রান নিয়ে অপরাজিত থাকেন। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্রাহাম হুম। 

বিশ্ব রেকর্ড গড়া হলো না হৃদয়ের

অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। হাতছানি দিচ্ছিল বিশ্বরেকর্ড। অভিষেকে পাঁচে নেমে কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না। অভিষেকে সর্বোচ্চ ছিল স্বপ্নিল প্রকাশ পাটিলের ৯৯ রান। মাত্র ৮ রানের জন্য হৃদয়ের রেকর্ড হলো না। গ্রাহাম হুমের স্লোলার ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ৯২ রানে। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ ৬৩ রান ছিল নাসির হোসেনের। ১২ বছর পর এই রেকর্ড ভাঙেন হৃদয়। ৮টি চার ও দুটি ছয়ে পাঁচে নেমে এই রান করেন হৃদয়।