ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

বিশ্বে পরিবর্তন ঘটছে যা শত বছরে ঘটেনি এবং তা আমরাই করছি,পুতিনকে বললেন শি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম

বিশ্বে পরিবর্তন ঘটছে যা শত বছরে ঘটেনি এবং তা আমরাই করছি,পুতিনকে বললেন শি

 বিশ্বে পরিবর্তন ঘটছে যা শত বছরে ঘটেনি এবং তা আমরাই করছি,পুতিনকে বললেন শি

রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘পরিবর্তন আসছে  যা ১শ বছরে ঘটেনি... এবং আমরা একত্রে এটি ঘটাচ্ছি। এসময় দুই নেতা করমর্দন করেন। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল শি’র এ বক্তব্যকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি শীতল বার্তা হিসেবে অভিহিত করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার রুশ প্রতিপক্ষের সাথে আলোচনার পর মঙ্গলবার সন্ধ্যায় মস্কো ত্যাগ করার সময় প্রেসিডেন্ট পুতিন চীনা নেতার নিরাপদ যাত্রা ও শুভ কামনা করেন। এসময় দুই নেতা দোভাষীর মাধ্যমে কথা বলেন। শি পুতিনকে তার সুস্বাস্থ্য কামনা করে বলেন, দয়া করে, যত্ন নিন, প্রিয় বন্ধু। প্রেসিডেন্ট শি এসময় হাত বাড়িয়ে দিলে প্রেসিডেন্ট পুতিন তা উষ্ণভাবে আঁকড়ে ধরেন।

গত বছর ফেব্রুয়ারিতে এই দুই নেতা তাদের বন্ধুত্ব সীমাহীন বলে ঘোষণা দিয়েছিলেন। পুতিন তখন শি’কে মস্কো আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন থেকেই প্রকাশ্যে এই দুই নেতা দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক ও বন্ধুত্বের কথা বলে আসছেন। ওয়াশিংটনের একমুখী নিয়ন্ত্রিত বিশ্বের বিরুদ্ধে তাদের কথা বলতে শোনা গেছে।  

এনবিএস/ওডে/সি