ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

মহাকাশেই রোজা রাখছেন আমিরাতি মহাকাশচারী সুলতান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম

মহাকাশেই রোজা রাখছেন আমিরাতি মহাকাশচারী সুলতান

 মহাকাশেই রোজা রাখছেন আমিরাতি মহাকাশচারী সুলতান

মহাকাশে রমজান মাস পালনের সুযোগ মেলা এক বিরল সৌভাগ্যের ব্যাপার। ঠিক এমনই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর এক মহাকাশচারী সুলতান আলনিয়াদি।

সংযুক্ত আরব আমিরশাহী থেকে তিনিই প্রথম মহাকাশযাত্রী। এই মুহূর্তে তিনি রয়েছেন পৃথিবী থেকে বহু দূরে মহাশূন্যে। ২২ মার্চ থেকে শুরু হওয়া রমজান মাস চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেই টুইটে সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন সুলতান। এই টুইটে তিনি মহাকাশযানের ভেতরের ছবি দেখিয়েছেন। পাশাপাশি, রাতের মহাকাশের একটি ছবিও প্রকাশ করেছেন।

তবে রমজান মাসে মুসলিমরা যেভাবে সকাল থেকে সারাদিন নির্জলা উপবাস রাখেন খুব স্বাভাবিক ভাবেই সেই রীতি পালন করতে পারবেন না এই মহাকাশচারী। পাশাপাশি, নামাজ পড়াও সম্ভব হবে না তার পক্ষে। কারণ এই রীতিগুলি পালন করতে গেলে মহাকাশে তার এবং তার সহকর্মীদের গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে। ফলে, শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েই এবারের পবিত্র মাস পালন করছেন সুলতান।

এনবিএস/ওডে/সি