ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বর্ণ জিতলেন রোমান সানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বর্ণ জিতলেন রোমান সানা

 নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বর্ণ জিতলেন রোমান সানা

 নিষেধাজ্ঞা থেকে ফিরে স্বাধীনতা দিবস আরচারি টুর্নামেন্টে খেলেছিলেন রোমান সানা। টুর্নামেন্টের ফাইনাল খেলায় রিকার্ভ পুরুষ লড়াইয়ে আনসারের রোমান সানা ৬-৪ সেটে সেনাবাহিনীর আশিকুর রহমানকে হারিয়ে স্বর্ণ জয় করেন। রিকার্ভ মহিলা লড়াইয়ে আনসারের শ্রাবণী আক্তার ৬-২ সেটে পুলিশের জুথি রানীকে হারিয়ে স্বর্ণ জয় করেন। আনসারের দিয়া সিদ্দিকী ৬-২ সেটে আনসারের পেহেলী চাকমাকে হয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

শনিবার ন্যাশনাল র‌্যাঙ্কিং ওপেন টুর্নামেন্ট-২-এর স্বাধীনতা দিবস আরচারির খেলা হয়েছে টঙ্গীস্থ আরচারি প্রশিক্ষণকেন্দ্র শহিদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে। দেশের জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও সার্ভিসেস দলসহ ১৩টি দল হতে রিকার্ভ ডিভিশনের পুরুষ সেকশনে ৩৯ জন ও মহিলা সেকশনে ২৪ জন এবং কম্পাউন্ড ডিভিশনের পুরুষ সেকশনে ১৯ জন ও মহিলা সেকশনে ১৪ জনসহ মোট ৯৬ জন আরচার প্রতিদ্বন্দ্বিতা করে।

দিনব্যাপী টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে চারটি একক ইভেন্ট অনুষ্ঠিত হয়। আনসার চ্যাম্পিয়ন, বিজিবি রানার্সআপ হয়। পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম।

এনবিএস/ওডে/সি