ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

যুক্তরাষ্ট্রের ছোট মার্কিন ব্যাংকগুলির আমানত রেকর্ড হ্রাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের ছোট মার্কিন ব্যাংকগুলির আমানত রেকর্ড হ্রাস

  যুক্তরাষ্ট্রের ছোট মার্কিন ব্যাংকগুলির আমানত রেকর্ড হ্রাস


সিলিকন ভ্যালি ব্যাংকের ধসের পরে যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলোর আমানত রেকর্ড পরিমান হ্রাস পেতে শুরু করেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শুক্রবার প্রকাশিত তথ্যগুলিতে এর প্রমাণ পাওয়া গেছে।

এধরনের ছোট ব্যাংকের আমানতের পরিমান ১৫ই মার্চ শেষ হওয়া সপ্তাহে ১১৯ বিলিয়ন ডলার কমে ৫.৪৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের রেকর্ড ড্রপের দ্বিগুণেরও বেশি। কারণ ব্যাংক থেকে নগদ অনেক বেশি তুলে নিচ্ছেন গ্রাহকরা। সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে দেখা গেছে ব্যাংকটির শেয়ার পতনের পর গ্রাহকরা কয়েক ঘন্টার মধ্যে কয়েক বিলিয়ন ডলার তুলে নেওয়ায় ব্যাংকটির ‘সুইফ্ট’কার্যক্রম বা ডলারের মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রার লেনদেন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে।

২০২০ ও ২০২১ সালের প্রথম দিকে কোভিড মহামারী সহায়তা দ্রুত বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে মার্কিন ব্যাংকের আমানত হ্রাস পেয়েছে। বড় ব্যাংকগুলির আমানত হ্রাসের প্রবণতার বিপরীতে ছোট ব্যাংকগুলোর আমানতে পরিবর্তন উল্লেখযোগ্য ছিল। এছাড়া নগদ অর্থ বাজার তহবিল বা অন্যান্য খাতে চলে গিয়েছে। তবে ছোট ব্যাংকগুলির বাইরে আমানতের পরিবর্তন অব্যাহত থাকবে কিনা তা স্পষ্ট নয়।

ফেডের চেয়ার জেরোম পাওয়েল অবশ্য বলেছেন, ‘ব্যাংকিং ব্যবস্থায় আমানত প্রবাহ গত সপ্তাহে স্থিতিশীল হয়েছে।’ ফেডের সাপ্তাহিক তথ্য দেখায়, ছোট ব্যাংকগুলিতে আমানত কমে যাওয়ায় বৃহত্তম ২৫টি বাণিজ্যিক মার্কিন ব্যাংক ব্যতীত এধরনের ব্যাংকগুলোর নগদ অর্থ সংগ্রহ ২৫৩ বিলিয়ন থেকে ৬৬৯.৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এর ফলে ছোট ব্যাংকগুলির সপ্তাহ শেষে হাতে নগদ আরও ৯৭ বিলিয়ন ডলার ছিল। মূলধন অর্থনীতি বিশ্লেষক পল অ্যাশওয়ার্থ বলেন, এসব ব্যাংক গ্রাহকদের চাহিদার তুলনায় আমানত সরবরাহ করতে যাতে ব্যর্থ না হয় সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিশেষ ধারে অর্থ সংগ্রহ করে। একই ধরনের সতর্কতা বড় ব্যাংকগুলো নেওয়ায় এসব ব্যাংকগুলিতে আমানত  ৬৭ বিলিয়ন বেড়ে দাঁড়ায় ১০.৭৪ ট্রিলিয়ন ডলার।

এনবিএস/ওডে/সি