ঢাকা, বুধবার, অক্টোবর ৯, ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১
Logo
logo

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!

 বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!

ভারতের অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ উদ্ভট পোশাক সেন্সের কারণে বরাবরই বিতর্কের শীর্ষে থাকেন। খোলামেলা পোশাক ও অদ্ভুত মন্তব্যের জন্য নিয়মিতই ট্রলের শিকার হন তিনি। এবার গুঞ্জন উঠেছে নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই মডেল।
বৃহস্পতিবার  (২৩ মার্চ) রাতে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন উরফি। ওই ছবিতে দেখা যায়, একটি ফুলের তোড়ার পাশে রাখা প্ল্যাকার্ড। আর তাতে লেখা রয়েছে, ‘সে হ্যাঁ বলে দিয়েছে’। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও। আর এতেই নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, প্রেমে পড়েছেন উড়ফি।

এদিকে গুঞ্জন উঠেছে প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কয়েকদিনের মধ্যে সে খবর নিজেই জানাবেন এই মডেল। এখন দুজনে বিয়ের আয়োজন নিয়ে পরিকল্পনাও করছেন বলে শোনা যায়। তবে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি তা প্রকাশ করেনি কেউই।

হিন্দি ভাষার টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন উরফি। পরে ‘বিগ বস’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

এনবিএস/ওডে/সি