ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

নিউমোনিয়ায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট, স্থগিত চীন সফর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম

নিউমোনিয়ায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট, স্থগিত চীন সফর

 নিউমোনিয়ায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট, স্থগিত চীন সফর

 পূর্ব-নির্ধারিত এই চীন সফরে চীনের প্রধানমন্ত্রী শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার। কিন্তু তার শরীরে বার্ড ফ্লু-এর মতো কিছু উপসর্গ দেখা দিলে তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি ইনফ্লুয়েঞ্জাজনিত ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আগামী শনিবার আবারও লুলার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তবে স্বাস্থ্যের উন্নতি হলেও সংক্রমণ প্রক্রিয়ার চক্র শেষ না হওয়া পর্যন্ত তার চীন সফর স্থগিত থাকবে। এদিকে লুলা এ সফর পুনঃনির্ধারণে তার ইচ্ছার কথা জানিয়েছেন এবং এ বিষয়টি চীনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বছরের শুরুতে ডানপন্থি নেতা জাইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা দা সিলভা। তিনি আশা করছিলেন, চীন সফরের মাধ্যমে বিশ্ব কূটনীতিতে ব্রাজিলের ভূমিকা পুনরুদ্ধার করবেন। এ ছাড়া সফরে বাণিজ্যিক বিষয়সহ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরার কথা ছিল বলে জানা গেছে।

এনবিএস/ওডে/সি