ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ | ২৭ কার্তিক ১৪৩১
Logo
logo

ইউক্রেনে যুদ্ধবিরতির লুকাশেঙ্কোর প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

ইউক্রেনে যুদ্ধবিরতির লুকাশেঙ্কোর প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

 ইউক্রেনে যুদ্ধবিরতির লুকাশেঙ্কোর প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

 রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো জড়িয়ে পড়ায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে গত শুক্রবার (৩১ মার্চ) এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি হুঁশিয়ার করে দেন যে, তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে। আরেকটি বিশ্বযুদ্ধ এড়াতে রাশিয়া-ইউক্রেনকে অনতিবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রস্তাব দেন তিনি। তবে লুকাশেঙ্কোর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

পারমাণবিক ও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করে লুকাশেঙ্কো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার স্যাটেলাইটগুলোর (ইউরোপের মিত্র দেশ) কারণে ইউক্রেনে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়েছেৃ এবং পারমাণবিক অস্ত্রের ঝনঝনানিসহ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন দরজায় কড়া নাড়ছে।’

লুকাশেঙ্কো বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়া ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আমাদেরকে এখনই থামতে হবে।’ বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সকল আঞ্চলিক বিরোধ, পুনর্গঠন, নিরাপত্তা এবং অন্য সব বিষয় কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা সম্ভব।’

তবে লুকাশেঙ্কোর যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা হলে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য অর্জন করতে পারবে না। পেসকোভ আরও বলেন, বেলারুশের প্রেসিডেন্ট যেসব কথা বলেছেন সেগুলো তারা নোট করে রেখেছেন এবং আগামী সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন এ ব্যাপারে লুকশেঙ্কোর সঙ্গে কথা বলবেন। পেসকোভ বলেন, বিশেষ সামরিক অভিযান চলছে,  লক্ষ্য অর্জনে ছাড়া কোনো উপায় আমাদের সামনে নেই।’

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েনের যে ঘোষণা দিয়েছেন, সেটি নিয়েও কথা বলেছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, ‘এসব টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র বেলারুশকে পশ্চিমাদের হুমকি থেকে রক্ষা করবে

এনবিএস/ওডে/সি