ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১
Logo
logo

এশিয়ান আর্ম রেসলিংয়ে ইতিহাস গড়লেন ইরানি নারী মেহবুদি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

এশিয়ান আর্ম রেসলিংয়ে ইতিহাস গড়লেন ইরানি নারী মেহবুদি

 এশিয়ান আর্ম রেসলিংয়ে ইতিহাস গড়লেন ইরানি নারী মেহবুদি

ইরানের রোয়া মেহবুদি এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপের ২১তম আসরে স্বর্ণপদক জয় করেছেন।

বাম হাতের সিনিয়র নারীদের ৯০ কেজিতে তিনি সোনা জিতেছেন। মেহবুদি বলেন, “আমি আমার সোনার পদক উৎসর্গ করছি ইরানের সব নারীকে। এটি অবিশ্বাস্য ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল ।”

সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুরু হওয়া এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপে মাঠে রয়েছেন ১৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৫০০ শতাধিক ক্রীড়াবিদ।

এনবিএস/ওডে/সি