ঢাকা, মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ | ৩ আষাঢ় ১৪৩২
Logo
logo

আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম

আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

 আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে চমক দেখিয়েছিলো আফগানিস্তান। তবে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি রশিদ-নবীরা। পরের ম্যাচে সফরকারীদের হারিয়ে সিরিজ সমতায় আনেন লঙ্কানরা। শেষ ম্যাচে আফগানদের ব্যাটে বলে বিধ্বস্ত করে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে লঙ্কানরা। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১৬ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাটে নেমে ৩৪ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন দুষ্মন্ত চামিরা।

স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন দুই লঙ্কান ব্যাটার প্রাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নে। ৩৪ বলে ৫১ রানের মারকুটে ইনিংসের পর সাঁজ ঘরে ফেরেন নিশানকা। তবে অপর প্রান্তে থিতু হন করুনারত্নে। কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে থাকেন এই ব্যাটার। মেন্ডিসের ১৭ বলে ১১ রান ও করুনারত্নের অপরাজিত ৪৫ বলে ৫৬ রানে ভর করে ৩৪ ওভার হাতে রেখে ৯ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লঙ্কানরা।

টস জিতে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৪৮ রানে ৪ উইকেট হারায় রশিদ খানরা। ব্যর্থ হয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (৮), রহমত শাহ (৭), শাহেদি (৪) ও ওপেনার ইব্রাহিম জাদরান (২২)। এই ধাক্কা সামলে উঠতে পারেনি আফগানরা। মোহাম্মদ নবী (২৩) ও গুলবাদিন নাঈব (২০) সেট হলেও দলকে বেশিক্ষণ ভরসা দিতে পারেননি। শেষ পর্যন্ত ২২.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় আফগানিস্তান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন দুশমন্ত। ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৩ উইকেট। এছাড়া লাহিরু কুমারা দুটি ও মাহেশ থিকসানা একটি করে উইকেট শিকার করেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি