ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে

ওয়ানডে বিশ্বকাপের ট্রফি বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ৭ আগস্ট বাংলাদেশে আসছে। বর্তমানে ট্রফিটি পাকিস্তানে অবস্থান করছে। শ্রীলঙ্কা হয়ে ট্রফিটি বাংলাদেশে আসবে। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি। 

বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’

তবে পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধুই ফটোসেশনের জন্যই। সাধারণ মানুষের দেখার জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিং মলে। এখন পর্যন্ত যা আলোচনা, তাতে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হতে পারে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এ ছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি