ঢাকা, বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ | ১ কার্তিক ১৪৩১
Logo
logo

পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৩, ০২:১০ পিএম

পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী গ্রেপ্তার

 পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী গ্রেপ্তার

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় তাকে গ্রেপ্তার করে ভারতের দুর্নীতিবিরোধী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বৃস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের কলকাতার সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি চালায় ইডি। পরে গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয় তার বাসভবন থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। তারপর রাত ৩টা ২৩ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে সোপর্দ করা হবে।

বাসভবন থেকে গভীর রাতে তাকে ইডির দপ্তরে নিয়ে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের বলেছেন, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এভাবে দমন করা যাবে না আমাদের। যোগ্য জবাব পাবে।’

আর রাজ্যের বিরোধী দলের নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মাঝেমধ্যে উদয় হন চোরেদের বাঁচাতে।’

১৬ অক্টোবর ইডি হানা দেয় এই মন্ত্রীর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বাসভবনে। দীর্ঘ ৫৫ ঘণ্টা একটানা তল্লাশি চলে বাকিবুর রহমানের চালকল, আটাকলসহ কৈখালীর বাড়িতে। সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর নথি। তল্লাশির পর ইডির কর্মকর্তারা তাঁকে নিয়ে আসেন কলকাতার সল্টলেকের ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে ইডি।

বাকিবুরের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের বাসভবনে হানা দেয় ইডি। হানা দেওয়া হয় তার পিএ বা আপ্তসহায়ক অমিত দের নাগের বাজারের বাসভবনেও। কয়লা পাচার, বালু পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগে দুর্নীতির পর এবার নতুন করে অভিযোগ উঠেছে রেশনে দুর্নীতি নিয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি