ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

ফের আল-আকসা মসজিদে হামলা, এরদোয়ানের হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম

ফের আল-আকসা মসজিদে হামলা, এরদোয়ানের হুঁশিয়ারি

দুদিনের ব্যবধানে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। এ ঘটনার নিন্দা জানিয়ে তা ‍রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

স্থানীয় সময় রোববার (১৭ এপ্রিল) ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশ অভিযান শুরু করলে পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি আহত হন। ঘটনার পর বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে। খবর আল-জাজিরার।

 

এ ঘটনার নিন্দা জানিয়ে রোববার এক টুইটবার্তায় এরদোয়ান বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছি যে আমি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। এ ধরনের উসকানিমূলক এবং মর্যাদা বা চেতনার জন্য হুমকির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে।

এর দুদিন আগে গত শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে আল-আকসায় অভিযান চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, এদিন ফিলিস্তিনিরা মসজিদে পাথর মজুত করে রেখেছিল। তারা ইসরাইলি ইহুদিদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ব্যারিকেড দিয়েছিল। এ কারণে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে।

এদিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বেশ কয়েকটি দেশ। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। অঞ্চলটিতে উসকানি বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।