ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

 বোমায় গুঁড়িয়েছে স্কুল, লাল পোশাকে ধ্বংসস্তূপে একা কিশোরী! আবেগে ভেসেছে ইন্টারনেট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জুন, ২০২২, ০২:০৬ পিএম

 বোমায় গুঁড়িয়েছে স্কুল, লাল পোশাকে ধ্বংসস্তূপে একা কিশোরী! আবেগে ভেসেছে ইন্টারনেট

 বোমায় গুঁড়িয়েছে স্কুল, লাল পোশাকে ধ্বংসস্তূপে একা কিশোরী! আবেগে ভেসেছে ইন্টারনেট

 যুদ্ধবিদীর্ণ সে দেশের (Ukraine War) দিকে দিকে এখন শুধুই ধ্বংসস্তূপ। ঘর হারিয়েছেন লক্ষ মানুষ, কবরে ঘুমিয়েছেন আরও বহু। আর একটা গোটা প্রজন্ম হারিয়েছে তাদের শৈশব, কৈশোর, যৌবন। সমস্ত আনন্দ, উচ্ছলতা নিয়ে গুঁড়িয়ে গেছে স্কুল-কলেজের বিল্ডিং। চাপা পড়ে গেছে শত শত স্বপ্ন।

সেই ধ্বংসের মাঝে বড় সমারোহ করে ফুটে উঠেছে এক স্বপ্নের ছবি। পরীর মতো ফ্লেয়ারি পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে এক কিশোরী। লাল রঙের পোশাকে, ঠিক যেন এক রক্তবীজ! যার ধ্বংস নেই, মৃত্যু নেই, আছে কেবল জীবনের সম্ভাবনা।

ইউক্রেনের একটি স্কুলের সামনে এই কিশোরীর ছবি ইন্টারনেটকে কাঁপিয়ে দিয়েছে। স্কুল বলা ভুল, বোমার আঘাতে সে স্কুল এখন কেবলই ইট-কাঠ-পাথরের স্তূপ। তার সামনে দাঁড়িয়ে অ্যানা এপিশেভা নামের সেই মেয়ে।


মেয়েটির আত্মীয়া ছবিটি পোস্ট করে লিখেছেন, এই বছর হাইস্কুল পাশ করার কথা ছিল অ্যানার। সে জন্য সে নতুন পোশাকও কিনেছিল, স্কুলের অনুষ্ঠানে পড়বে বলে। তার মধ্যেই রাশিয়ানদের তুমুল আক্রমণ, গোটা দেশের সঙ্গে গুঁড়িয়ে গেল অ্যানার স্কুলটিও। আজ সেই স্কুলে অ্যানা ফিরে এসেছে, ভালবেসে কিনে রাখা সেই পোশাকটি পরেই!

হাজার হাজার মানুষ লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। আসলে তাঁরা ভরে উঠেছেন অ্যানার এই ছবি দেখে। কেউ লিখেছেন, ‘যুদ্ধ হোক বা না হোক, ইউক্রেনের মেয়েরা অনন্যা।’ কেউ আবার লিখেছেন, ‘ইউক্রেন অনমনীয়। একে ভাঙা যাবে না কিছুতেই।’ কেউ বা লিখেছেন, ‘অবিশ্বাস্য! ইউক্রেনীয়দের এত সাহস!’

যুদ্ধের দাপট এখন নেমে এসেছে। গুলিগোলার আওয়াজে ভরে নেই আকাশ-বাতাস। ধীরে ধীরে শান্ত হয়েছে সে দেশের মাটি। কালের নিয়মেই ধীরে ধীরে ছন্দে ফিরবে সমাজ, রাজনীতি, অর্থনীতি। কিন্তু যা গেছে, তা তো আর ফেরার নয়! তথ্য বলছে, ১৬০ কোটি মানুষ এই যুদ্ধের শিকার।

অ্যানাও তাঁদেরই একজন। অ্যানার মতোই এমন লক্ষ লক্ষ মানুষ হয়তো ফুরিয়ে না যাওয়ার লড়াই এখনও লড়ে চলেছেন, যুদ্ধ থামার পরেও!। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে