ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলা উপজেলায় আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৪-জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷ 
তিনি বক্তব্যে বলেন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান করেন৷ 

গত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা,  সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ, বিজিবি’র থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ, বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও বিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা মহিলা আ'লীগের সভাপতি গুলশানআরা বেগম। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুপার ভাইজার আব্দুল মজিদ স্হানীয় সংবাদকমী আরো অনেকে। 

সভাপতির বক্তব্যে বলেন প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর হতে হবে যাতে করে আগামী ঈদ-উল আজহা উপলক্ষে সীমান্ত অতিক্রম করে গরু মাদক আসতে না পারে।