ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০
Logo
logo

হিলিতে স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

হিলিতে স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলিতে স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘স্থল পথে বাণিজ্য বৃদ্ধি দেশে আনবে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামেন রেখে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন হিলি স্থলবন্দরের আয়োজনে হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

হিলি স্থলবন্দরের সুপারেনটেনডেন্ড রাসেল শেখের সভাপতিত্বে ও পানামা পোর্ট লিং লি. এর জনংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিলি স্থল শুল্কস্টেশনের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম। 
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,হিলি এনটিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,ডা: আলতাফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।