ঢাকা, মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২
Logo
logo

অবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

অবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’

অবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’

নতুন গানে কণ্ঠ দিলেন সারেগামাপা’খ্যাত শিল্পী অবন্তী সিঁথি। গানের শিরোনাম ‘সুখের মুহূর্ত’। শুক্রবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয় সংগীতশিল্পী সুমন কল্যাণের স্টুডিওতে। এর কথা লিখেছেন আশিক বন্ধু।

গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, এটি এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো। বেশ মেলোডি কথা ও সুরে, গেয়ে শান্তি পেলাম। আশিক বন্ধু’র লেখা গানটি দর্শকরা শুনবে। আমার বিশ্বাস, গানটি সাড়া ফেলবে।

জানা গেছে, চলতি সপ্তাহে ‘সুখের মুহূর্ত’র মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে চট্টগ্রামে। গানের প্রযোজক আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু’র ইউটিউব চ্যানেলে কোরবানি ঈদে এটি প্রকাশ করা হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি