ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সব প্রকল্পগুলো পরিদর্শনের সুপারিশ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৫ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সব প্রকল্পগুলো পরিদর্শনের সুপারিশ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সব প্রকল্পগুলো পরিদর্শনের সুপারিশ

একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। 

বুধবার  কমিটির সভাপতি আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে  জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ইকবালুর রহিম, মোঃ হাবিবে মিল্লাত, মোঃ শফিকুল আজম খাঁন, মোঃ মোজাফফর হোসেন, মোঃ আক্তারুজ্জামান, বেগম শিরীন আহমেদ এবং মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়ারফেস ওসমান অংশগ্রহণ করেন।

জানা যায়, বৈঠকে চলতি অধিবেশনে উত্থাপিত ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল, ২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

বৈঠকে মন্ত্রণালয়ে চলমান সকল প্রকল্পগুলো কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে মেডিকেল ফিজিসিস্ট এর পরিপূর্ণ কোর্স চালুসহ দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয়।