ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Logo
logo

ফতুল্লায় গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে আগুনে দম্পত্তি দগ্ধ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

ফতুল্লায় গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে আগুনে দম্পত্তি দগ্ধ

ফতুল্লায় গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে আগুনে দম্পত্তি দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস পাইপ লাইনের রাইজারের লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। 

শনিবার (১৬ এপ্রিল)  রাত ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার দাপা বাবলুর ঘাট এলাকায় রূপচাঁন বেপারীর বাড়ির দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের রাজধানির শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, দুই তলার ফ্ল্যাটটিতে বাড়ির ম্যানেজার রুহুল আমিন (২৭) ও তার স্ত্রী আরজিনা বেগম (২০) বসবাস করতেন। বাড়ির পেছনে গ্যাস সংযোগে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় আগুন বাড়ির দুই তলায় ছড়িয়ে পড়লে ঘিরে থাকা স্বামী স্ত্রী দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে। 

ফতুল্লা বিসিক ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, বাড়ির পাশে গ্যাস লাইনের রাইজারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনা স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।