ঢাকা, বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, দুই সেনা আহত 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, দুই সেনা আহত 

কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, দুই সেনা আহত 

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের দোদারের একটি সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালিয়েছে । বুধবার (১২ জুন) শেষ রাতে ওই হামলা হয়। হামলায় প্রাথমিকভাবে দুই সেনা আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। 

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই চলছে।’

এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়। এর মাত্র কয়েক ঘণ্টা পর সেনা ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটল।
তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি একটি গিরিখাদে গিয়ে পড়ে। এতে অন্তত ৯ তীর্থযাত্রী নিহত হন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি