ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Logo
logo

জন্মের ১৫ দিনের মাথায় মেয়ে শিশুকে জীবন্ত দাফন করল বাবা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম

জন্মের ১৫ দিনের মাথায় মেয়ে শিশুকে জীবন্ত দাফন করল বাবা

জন্মের ১৫ দিনের মাথায় মেয়ে শিশুকে জীবন্ত দাফন করল বাবা

দুই সপ্তাহ আগেই জন্ম নিয়েছে নবজাতক মেয়ে সন্তান। কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই বাবার। আর এই যুক্তিতেই ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করার মতো জঘন্য কাজ করলেন বর্বর ওই ব্যক্তি। 

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

মর্মান্তিক এবং আতঙ্কজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

নিজের আর্থিক সীমাবদ্ধতার উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি।
 
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশের পর নাবালক শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।