ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Logo
logo

রোহিঙ্গা ক্যাম্পে সংগীতশিল্পী তাহসান


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২১ জুন, ২০২২, ০১:০৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে সংগীতশিল্পী তাহসান

রোহিঙ্গা ক্যাম্পে সংগীতশিল্পী তাহসান

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া কলেজ পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'র বাংলাদেশি শুভেচ্ছা দূত ও জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান।

সোমবার (২০ জুন) দুপুরে উখিয়া কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের বক্তব্য শুনেন তাহসান। পাশাপাশি নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শোনান এই সংগীতশিল্পী।

এর আগে সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তাহসান। সেখানে রোহিঙ্গা চিত্রগ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বয়সী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি উখিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বিশেষ এই সফরের অভিজ্ঞতার বর্ণনা দেন।

এ সময় তাহসান বলেন, সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর।

তিনি বলেন, আজ ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে অনুধাবন করেছি, নিজ দেশ ও সংস্কৃতির প্রতি তাদের নিজস্ব জাতীয়তাবোধ কতটা কাজ করে।

২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআর'র বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন তাহসান খান। এরপর ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা দূত হিসেবে তাকে নিযুক্ত করে সংস্থাটি।