ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Logo
logo

ফের ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডে পা দিয়েই করোনা আক্রান্ত বিরাট!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

ফের ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডে পা দিয়েই করোনা আক্রান্ত বিরাট!

ফের ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডে পা দিয়েই করোনা আক্রান্ত বিরাট!

   ইংল্যান্ড (England) সফরের আগে ফের ধাক্কা খেল ভারতীয় শিবির (India Team)। অশ্বিনের পর এবার করোনার কবলে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও তেমন উপসর্গ মেলেনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের শরীরে। তবুও ঝুঁকি নিতে নারাজ কোচ রাহুল দ্রাবিড়। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিরাট অনুষ্কা মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সে কথা সকলেরই জানা। সেখান থেকেই লন্ডনে উড়ে যান বিরাট। আসন্ন টেস্ট ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড পৌঁছান তিনি। তবে রুটিন চেক আপের সময় আরটিপিসিআর টেস্ট করা হলে সেখানেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। বুধবার সেই খবর সামনে এসেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যদিও এখন অনেকটাই সুস্থ তিনি। নিয়মিত প্র্যাকটিসও করছেন তিনি। লেস্টারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা আছে। তবে পুরোটাই নির্ভর করছে তাঁর শরীরের অবস্থার ওপর।

বেশ কয়েকদিন আইসলেশনে থাকার পর মঙ্গলবার তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। আসন্ন টেস্ট ম্যাচকে পাখির চোখ করে এগোচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কারণ সদ্য সমাপ্ত আইপিএলে সেভাবে তাঁর ব্যাট কথা বলেনি। তাঁর ফর্ম নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া বিরাট। সেই প্রমাণের জায়গা ইংল্যান্ডের মাটি হবে তা বলাই বাহুল্য।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে