ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

প্রতিরোধ তৎপরতা বৃদ্ধিই সরকার পতনের কারণ: ইসরাইলি পত্রিকার বিশ্লেষণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ জুন, ২০২২, ০১:০৬ পিএম

প্রতিরোধ তৎপরতা বৃদ্ধিই সরকার পতনের কারণ: ইসরাইলি পত্রিকার বিশ্লেষণ

প্রতিরোধ তৎপরতা বৃদ্ধিই সরকার পতনের কারণ: ইসরাইলি পত্রিকার বিশ্লেষণ

১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ তৎপরতা বেড়ে যাওয়ার কারণেই মূলত ইসরাইলের বেনেট সরকারের পতন ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের আরব মুসলিম দলগুলোর সঙ্গে নাফতালি বেনেটের জোট গঠন নিয়ে  ডানপন্থীদের নীরবতা ভেঙে যায় ১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ অভিযান বেড়ে যাওয়ার পর। এরপর সেখানে আবারও রাজনৈতিক দ্বন্দ্ব-বিরোধ স্পষ্ট হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বেনেট সরকারের পতন ঘটেছে।

ইয়াদিউত অহারোনোত আরও জানিয়েছে, নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট এমন সব দল ও ব্যক্তিত্বকে নিয়ে গঠিত হয়েছিল যাদের মধ্যে মধ্যপ্রাচ্য, ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে দৃষ্টিভঙ্গিগত ব্যাপক পার্থক্য রয়েছে।

ইসরাইলি এই গণমাধ্যমের  মতে, জোট সরকার ভেবেছিল ফিলিস্তিন ইস্যুতে গভীর ও বিস্তৃত রাজনৈতিক বিরোধ উপেক্ষা করা সম্ভব হবে। এ কারণে তারা বাজেট, যান চলাচল ও বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনঠাসা করার মতো বিষয়গুলোর ওপর প্রথম থেকেই জোর দিতে থাকে। এতে ফিলিস্তিন ইস্যু গুরুত্ব হারায়। আসলে ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে কোনো সরকারের  টিকে থাকা সম্ভব নয়। আগে হোক পরে হোক এমন সরকারের পতন ঘটবেই।

ইসরাইলি সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সমঝোতার পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরাইল বিশৃঙ্খলা ও অস্থিরতার দ্বারপ্রান্তে রয়েছে।।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে