ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আবার শুরু হবে: ইইউ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জুন, ২০২২, ০১:০৬ পিএম

ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আবার শুরু হবে: ইইউ

ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আবার শুরু হবে: ইইউ

পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা আবারও শুরু করতে প্রস্তুত আছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি আজ (শনিবার) তেহরানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আরও বলেন, ইরানি জাতির জন্য অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করাই সরকারের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে দীর্ঘ সময় ধরে ইতিবাচক আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক রক্ষা ও জোরদারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে নেই। আশা করা হচ্ছে আজকের আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সম্পর্কের উন্নয়ন ঘটবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি আমেরিকাও বাস্তবসম্মত পদক্ষেপ নেবে।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেন, পরমাণু সমঝোতা গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হবে যাতে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় এবং ইরান অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়। বোরেল বলেন, তিন মাস ধরে বন্ধ থাকা আলোচনা আবারও শুরুর সিদ্ধান্ত হয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে