ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

কারিশ গ্যাসক্ষেত্র থেকে ইসরাইলি জাহাজ সরাতে হবে: লেবানন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জুন, ২০২২, ০১:০৬ পিএম

কারিশ গ্যাসক্ষেত্র থেকে ইসরাইলি জাহাজ সরাতে হবে: লেবানন

কারিশ গ্যাসক্ষেত্র থেকে ইসরাইলি জাহাজ সরাতে হবে: লেবানন

ভূমধ্যসাগরে উত্তেজনা কমাতে বিরোধপূর্ণ এলাকা থেকে জাহাজ সরিয়ে নিতে দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে লেবানন।

লেবাননের ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, ইসরাইলি মন্ত্রিসভা উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে সর্বনিম্ন যে পদক্ষেপটি নিতে পারে তাহলো কারিশ গ্যাস ক্ষেত্র থেকে জাহাজ সরিয়ে ফেলা। কারণ সীমান্তের ২৯ নম্বর এলাকায় জাহাজ মোতায়েন মেনে নেওয়া যায় না।

ইসরাইল বিরোধপূর্ণ এলাকা থেকে জাহাজ প্রত্যাহার না করলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি ভূমধ্যসাগরের বিতর্কিত পানি সীমায় ইসরাইলের একটি গ্যাস ড্রিলিং জাহাজ মোতায়েন করা হয়েছে। যে এলাকায় ইসরাইলের গ্যাস ড্রিলিং জাহাজ মোতায়েন রয়েছে সেটাকে লেবানন নিজের এলাকা মনে করে।

সম্প্রতি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের সমুদ্রসীমা থেকে গ্যাস সম্পদ লুট করার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল যদি কোন ধরনের অপচেষ্টা চালায় তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কোনভাবেই চুপ থাকবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সম্পদ লুটপাট হওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা চুপ থাকতে পারে না। প্রতিরোধ যোদ্ধাদের আবশ্যিক দায়িত্ব হচ্ছে লেবাননের ভূখণ্ড রক্ষা করা, পানিসীমা, তেল, গ্যাস এবং মর্যাদা রক্ষা করা। এজন্য ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার ক্ষেত্রে হিজবুল্লাহর সামনে সব অপশন খোলা।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে