ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১
Logo
logo

আড়াই মাসের গ্যাস রয়েছে জার্মানির; বন্ধ হতে পারে শিল্প-কারখানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুন, ২০২২, ১২:০৬ পিএম

আড়াই মাসের গ্যাস রয়েছে জার্মানির; বন্ধ হতে পারে শিল্প-কারখানা

আড়াই মাসের গ্যাস রয়েছে জার্মানির; বন্ধ হতে পারে শিল্প-কারখানা

জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, সারা দেশেই প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দিলে শিল্প-কারখানা বন্ধ করে দিতে হতে পারে। তিনি আরও বলেছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা দেশের শিল্প খাতের জন্য বিপর্যয় হিসেবে গণ্য হবে।

জার্মান অর্থমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র আরোপ করা নিষেধাজ্ঞার জবাব দিতে গ্যাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে রাশিয়া। এ সময় তিনি গ্যাসের ব্যবহার কমানোর ওপর জোর দেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় বড় সংকটের মুখে পড়েছে জার্মানি। আর মাত্র আড়াই মাস চলার মতো গ্যাসের মজুত রয়েছে তাদের হাতে। ফলে নতুন সরবরাহ না পেলে খুব দ্রুতই বড় বিপদে পড়তে যাচ্ছে জার্মানরা।

দেশটিতে গ্যাসের দাম দুই-তিনগুণ বেড়ে যেতে পারে। এমনকি প্রয়োজনে গ্যাস রেশনিংয়ের পথে হাঁটতে হতে পারে জার্মান সরকারকে।

ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর করায় রাশিয়ার জ্বালানি আমদানি সীমিত করাসহ অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর জবাবে রাশিয়াও ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। খবর পাসটুডে/এনবিএস/২০২২/একে