ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

ইমরান খানের বেডরুমে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা! হাতেনাতে ধরা পড়ল তাঁরই সাফাইকর্মী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ জুন, ২০২২, ০১:০৬ পিএম

ইমরান খানের বেডরুমে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা! হাতেনাতে ধরা পড়ল তাঁরই সাফাইকর্মী

ইমরান খানের বেডরুমে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা! হাতেনাতে ধরা পড়ল তাঁরই সাফাইকর্মী

 পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বেডরুমে স্পাই ক্যামেরা (Spy Camera) লাগানোর চেষ্টা করছিলেন তাঁরই এক কর্মী। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

পাক সংবাদমাধ্যম (Pakistan) সূত্রে জানা গেছে, ইমরান খানের উপর নজরদারির উদ্দেশে বানি গালায় তাঁর শোওয়ার ঘরে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা করা হয়েছিল। ইমরানের ওই সাফাই কর্মীকে টাকা দিয়ে এই কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ, এর পিছনে রয়েছে আরও বড় কোনও মাথা। তার খোঁজে তদন্ত শুরু হয়েছে।  

ইমরানের দল পিটিআই সূত্রে খবর, ইমরানের অন্যান্য কর্মচারীরাই এই স্পাই ক্যামেরা লাগানোর ছক ভেস্তে দিয়েছেন। তাঁরাই ধরে ফেলেন অভিযুক্তের কুকর্ম। তারপর খবর দেন পুলিশে।

 সম্প্রতি পাকিস্তানে এমন গুজব ছড়িয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষা হচ্ছে। সেই আশঙ্কার মাঝেই এমন নজরদারির চেষ্টা হাতেনাতে ধরা পড়ে গেছে। পিটিআই এর কড়া নিন্দা করেছে।

জেরার মুখে ওই কর্মচারী কিছু কথা ফাঁস করেছেন বলে খবর, তবে তা এখনও প্রকাশ করা হয়নি।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে