ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

গাড়ি না থাকায় চলেনি মাঝির ঘাট- শিমুলিয়া-ফেরি : হাজার হাজার মোটর সাইকেল আটকা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জুন, ২০২২, ০৮:০৬ পিএম

গাড়ি না থাকায় চলেনি মাঝির ঘাট- শিমুলিয়া-ফেরি : হাজার হাজার মোটর সাইকেল আটকা

গাড়ি না থাকায় চলেনি মাঝির ঘাট- শিমুলিয়া-ফেরি : হাজার হাজার মোটর সাইকেল আটকা

স্বপনের পদ্মা সেতু চালু হওয়ার পরিপ্রেক্ষিতে শরীয়তপুরের মাঝিরঘাট ও মাওয়ার শিমুলিয়া নৌপথে ৩ দিন ধরে ফেরী চলাচল বন্ধ রয়েছে। এদিকে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল বন্ধ করে দেয়ায়, দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১ জেলা থেকে আসা হাজার হাজার মোটর সাইকেল পারাপারের জন্য শরীয়তপুরের মাঝিরঘাট ফেরীর জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছে মাঝির ঘাটের ইজারাদার মোকলেছ মাদবর।

মাঝিরকান্দি নৌ-পথের ঘাট বিআইডব্লিউটিএ ইনর্চাজ এনাম আহম্মেদ ও স্থানীয় সুত্রে জানা যায়,  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার শরীয়তপুরের মাঝির গত ৩ দিন ধরে ঘাট ছিল অনেকটা ফাঁকা। এতদিন এই ঘাট দিয়েই ওই অঞ্চলের যাত্রীরা লঞ্চ, স্পিডবোট বা ফেরি করে পাড়ি দেয় উত্তাল পদ্মা। ঘাট ছিল সরগরম। “কিন্তু ৩ দিনের চিত্র পুরোটাই উল্টো। মাঝিরঘাট- শিমুলিয়া নৌ-রুটে ৩ দিন ধরে কোনো ফেরি ছেড়ে যায়নি বা মাঝিরঘাট থেকেও শিমুলিয়া ঘাটে কোনো ফেরি আসেনি।”

সরে জমিন ঘরে দেখা যায়, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের মাঝিরঘাট ও মাওয়ার শিমুলিয়া নৌপথে ৯টি ফেরী চলাচল করে আসছে। গত শনিবার ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়। এর পদ্মা সেতু চালু হওয়ার পর এর প্রভাব পড়েছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটে। তাই গত ৩ দিন ধরে ফেরী বন্ধ রয়েছে। এদিকে স্বপনের পদ্মা সেতুর এক মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর পর গতকার রাত থেকে পদ্মা সেতু চালুর ২৪ ঘণ্টার মাথায় সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেকেই না জেনে মোটর সাইকেল নিয়ে আসে পদ্মা সেতুতে। এসে দেখে ২৭ জুন ভোর ৬টা থেকে পূনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকের চলাচলের উপর নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। দক্ষিন পশ্চিম অঞ্চল থেকে হাজার হাজার মোটর সাইকেল ভোর থেকেই এসে জড়ো হয় পদ্মা সেতুর টোল প্লাজা কাছে। এসে শোনে পদ্মা সেতু দিয়ে যাওয়া যাবে না। 

এতে ঢাকামুখী বিভিন্ন জেলার মোটরসাইকেল আরোহীরা জাজিরা প্রান্তে এসে আটকা পড়েছেন। কিন্তু ঘাটে ফেরি না থাকায় ভোগান্তিতে পড়েন তাঁরা।
মাঝিরকান্দি নৌপথের ঘাট বিআইডব্লিউটিএ ইনর্চাজ এনাম আহম্মেদ বলেন, গত ৩দিন ধরে গাড়ী না আসার কারনে ফেরী চলাচল বন্ধ রয়েছে। পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলাচল বন্ধ থাকায় সকল মোটর সাইকেল মাঝিরঘাট ফেরী ঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছে।