ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১
Logo
logo

সাদিও মানের সঙ্গে বার্সেলোনায় খেলতে চেয়েছিলেন মেসি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৮ জুন, ২০২২, ০৯:০৬ পিএম

সাদিও মানের সঙ্গে বার্সেলোনায় খেলতে চেয়েছিলেন মেসি

সাদিও মানের সঙ্গে বার্সেলোনায় খেলতে চেয়েছিলেন মেসি

গত মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। যে মেসিকে আগে বার্সেলোনার জার্সি ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে কল্পনাও করা যেত না, পরিস্থিতির কারণে আজ সেটাই বাস্তব। 

ওদিকে সাদিও মানেও দীর্ঘদিনের ঠিকানা লিভারপুল ছেড়ে এ মৌসুমে পাড়ি জমিয়েছেন বায়ার্ন মিউনিখে। অবিশ্বাস্য হলেও সত্যি, একটু এদিক-ওদিক হলে দুই ঘটনার কোনোটাই ঘটত না।

সম্প্রতি আরএমসি স্পোর্তকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেনেগালের উইঙ্গার সাদিও মানের এজেন্ট বাকারি সিসে। সেখানেই তিনি জানিয়েছেন, বায়ার্ন মিউনিখ নয় বরং এক মৌসুম আগে বার্সেলোনায় যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সাদিও মানের সামনে। আর সে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিলেন খোদ লিওনেল মেসি। সিসে জানিয়েছেন, গত বছর মেসি চেয়েছিলেন, বার্সেলোনা যেন লিভারপুল থেকে সাদিও মানে-কে নিয়ে যায়। প্রথম আলো 

প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডের বিনিময়ে কিছুদিন আগেই লিভারপুল থেকে বায়ার্নে নাম লিখিয়েছেন মানে। মূলত সে উপলক্ষেই সাক্ষাৎকার দিয়েছেন সিসে। সেখানেই বলেন এসব কথা। সিসের মতে, মেসি বার্সেলোনার হয়ে চুক্তি নবায়ন করবেন কি না, সেটা শেষমেশ নির্ভর করেছে মানের যাওয়া-না যাওয়ার ওপরই, গত বছর বার্সেলোনায় যাওয়ার সুযোগ ছিল মানের সামনে। মেসি নিজেই চেয়েছিলেন, বার্সেলোনা যেন মানেকে দলে নিয়ে আসে। বার্সেলোনা যখন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার চেষ্টা করছিল, তখন মেসিই শর্ত হিসেবে জানায়, দলে মানে ও আরেকজন আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার লাগবে।