ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১
Logo
logo

লিওনেল মেসির স্ত্রীকে ঘৃণার চোখে দেখতেন পপস্টার শাকিরা 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২২, ০৬:০৭ পিএম

লিওনেল মেসির স্ত্রীকে ঘৃণার চোখে দেখতেন পপস্টার শাকিরা 

লিওনেল মেসির স্ত্রীকে ঘৃণার চোখে দেখতেন পপস্টার শাকিরা 

গায়িকা শাকিরা ও বার্সেলোনার তারকা ডিফেন্ডার পিকের   বিচ্ছেদ হয়েছে যখন থেকে, এরপর থেকেই প্রশ্ন উঠছে তাদের সম্পর্কের নানা দিক নিয়ে। কেন এমন হলো, কখন এই ঘটনার শুরু পিকের সতীর্থ ও তাদের স্ত্রী-প্রেমিকাদের সঙ্গে শাকিরার সম্পর্ক কেমন ছিল, সে নিয়েও উঠছে নানার প্রশ্ন। সম্প্রতি সেসব প্রশ্নেরও উত্তর মিলেছে। পিকের সতীর্থদের প্রেমিকা ও স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক ছিল না শাকিরার, বিশেষ করে মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে তো নাই।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন, স্প্যানিশ সাংবাদিক লরেনা ভাসকেজ। এল স্পেকতাদর নামের সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, পিকের সাবেক প্রেমিকা বার্সা ডিফেন্ডারের বন্ধুদের সঙ্গে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না, পেছনে দায় ছিল শাকিরার স্বৈরাচারী স্বভাবের। এই কারণে পিকের বন্ধুরা পেছন পেছনে শাকিরাকে লা পাত্রোনা নামে ডাকতেন, যার ইংরেজি সারমর্ম করলে দাঁড়ায়, দ্য বস।

তিনি আরও জানিয়েছেন, মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার সঙ্গে বারদুয়েক বাকবিতণ্ডাতেও জড়াতে দেখা গেছে দুজনকে। এছাড়াও পিকের অন্য সতীর্থদের সঙ্গেও সম্পর্কটা খুব শীতলই ছিল শাকিরার। কাতালানদের ম্যাচের সময় তিনি আলাদা বসতেন, ম্যাচের পরের পার্টিগুলোতেও তিনি থাকতেন অনুপস্থিত। মূলত মহাতারকাসুলভ ভাবমূর্তি ধরে রাখতেই এই কাজ করতেন তিনি।