ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

রামগড়ে ৪৩ বিজিবির ঈদ উপহার বিতরণ


মোঃ বাহার উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি)   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২২, ০৪:০৭ পিএম

রামগড়ে ৪৩ বিজিবির ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে  ৪৩ বিজিবি র  আয়োজনে  জোন সদর ও জোনের আওতাধীন ১৫ টি  বি ও পির মাধ্যমে রামগড়  উপজেলার প্রত্যন্ত এলাকার ৩৫০টি অসহায় ও  দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিজিবি।

শনিবার ৯ই জুলাই  সকাল  ১০টায় রামগড় পৌরসভার  তৈচালা বিজিবি  সদরে ঈদ উপহার বিতরণ  করেন  ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান পিএসসি।

বিজিবি জানায়, ৪৩ বিজিবির জোন এলাকায় ৩৫০টি দরিদ্র পরিবারের মাঝে   ঈদ উপহার হিসেবে দুধ,সেমাই, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। 

 ঈদ উপহার বিতরন শেষে ৪৩বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান  সাংবাদিকদের বলেন , সীমান্তে চোরাচালান দমন ও আাইন শৃংখলা রক্ষার পাশাপাশি মানবিক জনকল্যাণকর কাজে বি জি বি সবসময় জনগনের পার্শ্বে থাকবে।

এ সময় ৪৩ বিজিবির উপঅধিনায়ক  মেজর মনিরুজ্জামান সহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।