ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

অসংসদীয় শব্দের তালিকায় ‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘ভণ্ডামি’, ‘স্বৈরাচারী’!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

অসংসদীয় শব্দের তালিকায় ‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘ভণ্ডামি’, ‘স্বৈরাচারী’!

অসংসদীয় শব্দের তালিকায় ‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘ভণ্ডামি’, ‘স্বৈরাচারী’!

কোনও বিষয়ে আলোচনা হলে মাঝে মধ্যেই শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন। তা লোকসভা (Lok Sabha) হোক বা রাজ্যসভা (Rajya Sabha), সাংসদরা একে অপরকে আক্রমণ করার সময়ে গরমিল করে ফেলেন শব্দচয়নের ক্ষেত্রে। তাই সংসদে রয়েছে অসংসদীয় শব্দের তালিকা (Unparliamentary Word)! সাংসদদের মুখে লাগাম দিতে এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি শব্দ। যা লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন চলাকালীন ব্যবহার করা যাবে না।

বুধবার লোকসভা সচিবালয়ের তরফে প্রকাশিত অসংসদীয় শব্দের তালিকায় স্থান পেয়েছে ‘লজ্জিত’, ‘অপব্যবহৃত, ‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘নাটক’, ‘ভণ্ডামি’র মত শব্দ। এছাড়াও ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘তানাশাহ’, ‘তানাশাহী’, ‘জয়চাঁদ’-এর মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ‘খালিস্তানি’, ‘খুন সে খেতি’, ‘জুমলাবাজি’র মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও ভাবনা চিন্তা করতে হবে সাংসদদের।

আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে এক প্রকার সাংসদদের মুখে ‘লাগাম’ টানল মোদী সরকার।

দেখা গেছে, এর আগে এমন অনেক শব্দ বা শব্দ বন্ধ আছে যা বিরোধীরা প্রধানমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করেছেন। আসন্ন অধিবেশনে যেন তেমন কোনও ছবি সামনে না আসে তাই আগে ভাগেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে