ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম-সহ ৭ আধিকারিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম-সহ ৭ আধিকারিক

কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম-সহ ৭ আধিকারিক

 কয়লা পাচার-কাণ্ডে (Coal smuggling) সিবিআইয়ের জালে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (ইসিএল)-এর সাত জন কর্তা। সংস্থার বর্তমান এবং প্রাক্তন-সহ চার জন জেনারেল ম্য়ানেজারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মিত্র। এ ছাড়াও ইসিএলের এক জন ম্যানেজার ও দু’জন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসিএলের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে ওই সাতজনকে বুধবার সকালে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, তাঁদের জবাবে নাকি অসঙ্গতি ধরা পড়েছিল। এরপরই সংস্থার বর্তমান ও প্রাক্তন-সহ ৪ জেনারেল ম্য়ানেজার এবং আরও তিন জনকে গ্রেফতার করে অ্য়ান্টি কোরাপশন ব্রাঞ্চ। তদন্তকারীদের দাবি, কয়লা মাফিয়াদের (Coal smuggling) সঙ্গে তাঁদের আঁতাত ছিল। প্রতি মাসে গেস্ট হাউসে পৌঁছে যেত মোটা টাকা। প্রমাণ সমেতই গ্রেফতার করা হয়েছে ওই সাতজনকে।

আরও পড়ুন: কবর খুঁড়ে মৃতদেহের তেষ্টা মেটান গ্রামবাসীরা, ডেকে আনেন বৃষ্টি!

ধৃতদের মধ্যে রয়েছেন বর্তমান জিএম এসসি মৈত্র, প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দোপাধ্যায় ও তন্ময় দাস। ইসিএলের বর্তমান ম্যানেজার মুকেশ কুমার, দু’জন নিরাপত্তা প্রধান আধিকারিক দেবাশিস মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহারা। বৃহস্পতিবার ধৃতদের সিবিআই আদালতে তোলা হবে।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে