ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Logo
logo

ইরানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চায় না সুইডেন: পররাষ্ট্র সচিব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২২, ০১:০৭ পিএম

ইরানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চায় না সুইডেন: পররাষ্ট্র সচিব

ইরানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চায় না সুইডেন: পররাষ্ট্র সচিব

সুইডেনের পররাষ্ট্র সচিব রবার্ট রিডবার্গ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার কোনো ইচ্ছে তার দেশের নেই। সুইডেনে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরিকে কারাদণ্ড দেয়ার একদিন পর শুক্রবার দেশটির পররাষ্ট্রসচিব এ দাবি করলেন।

স্টকহোমে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আহমাদ মাসুমিফারের সঙ্গে এক বৈঠকে রিডবার্গ আরো দাবি করেন, সুইডিশ সরকার সন্ত্রাসীদের সমর্থন করে না। সাক্ষাতে ইরানি রাষ্ট্রদূত তার দেশের সাবেক বিচারপতিকে কারাদণ্ড দেয়ার জন্য সুইডেনের বিরুদ্ধে তেহরানের কঠোর প্রতিবাদ তুলে ধরেন। হামিদ নুরির বিরুদ্ধে আদালতে আনীত মিথ্যা অভিযোগ এবং তার সম্পর্কে আদালতের মিথ্যা বক্তব্যেরও প্রতিবাদ জানান মাসুমিফার।


তিনি বলেন, স্টকহোমের আদালতে হামিদ নুরির একতরফা বিচার হয়েছে এবং বিচার করার সময় একটি সন্ত্রাসী গোষ্ঠীর দাবি পূরণ করা হয়েছে। ইরানি রাষ্ট্রদূত বলেন, যখন সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হয়ে উঠেছে তখন অত্যন্ত বিস্ময়ের সঙ্গে তেহরান লক্ষ করেছে যে, স্টকহোমের আদালত সেই সন্ত্রাসীদের পক্ষে রায় দিয়েছে।

ইরানের ইসলামি সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র সাক্ষ্যের ভিত্তিতে সুইডেনের আদালত হামিদ নুরিকে কারাদণ্ড দিয়েছে। অথচ এই এমকেও গোষ্ঠী ইরানের নিরপরাধ ১৭ হাজার মানুষকে হত্যা করেছে। হামিদ নুরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ১৯৮৮ সালে এমকেও সন্ত্রাসীদেরকে হত্যা এবং নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন। ওই বছর এমকেও সন্ত্রাসীদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে এমকেও ব্যাপকভাবে ‘হত্যাকাণ্ড’ বলে প্রচার করেছে।

২০১৯ সালের নভেম্বর মাসে ব্যক্তিগত সফরে হামেদ নুরি সুইডেনের রাজধানী স্টকহোমে যান। বিমান থেকে নামার পরপরই থাকে আটক করা হয় এবং সেই থেকে এই পর্যন্ত তিনি নির্জন কারাকক্ষে বন্দী ছিলেন।সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে