ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Logo
logo

মহারাষ্ট্র মন্ত্রিসভায় আওরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২২, ০১:০৭ পিএম

মহারাষ্ট্র মন্ত্রিসভায় আওরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত

মহারাষ্ট্র মন্ত্রিসভায় আওরঙ্গাবাদ ও ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত

ভারতের মহারাষ্ট্রে মন্ত্রিসভার বৈঠকে আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদ শহরের নাম ধারাশিব রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ (শনিবার) এ সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

এই দু’টি প্রস্তাব  এবার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং তারপরে বিভাগ, জেলা, তালুকের পাশাপাশি পৌর কর্পোরেশন এবং পৌরসভার নাম পরিবর্তন করা হবে।  আইন অনুযায়ী, এ বিষয়ে রাজস্ব ও বন বিভাগের পাশাপাশি নগর উন্নয়ন বিভাগ পৃথক ব্যবস্থা গ্রহণ করবে।  

ওই দুই জায়গার নাম পরিবর্তনের দাবি বহুদিন ধরেই উঠছিল। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও নাম পরিবর্তন করতে সম্মত হয়েছিলেন এবং রাজনৈতিক সঙ্কটের মধ্যে ২৯ জুন আহ্বান করা মন্ত্রিসভার বৈঠকে উভয় জেলার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। কিন্তু নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন,  সংখ্যালঘু সরকারের সিদ্ধান্ত বৈধ হতে পারে না। আজ একই সঙ্গে নবী মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দলের নাম পাল্টে প্রয়াত ডিবি প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, উদ্ধব ঠাকরে তার শেষ মন্ত্রিসভার বৈঠকে ওই শহরগুলোর নাম পরিবর্তন করেছিলেন। কিন্তু তার সিদ্ধান্ত বেআইনি ছিল। সেজন্য আবারও শহর ও বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে। তারা শহরের নাম পরিবর্তনের বিষয়ে মহারাষ্ট্র বিধানসভায় একটি প্রস্তাব আনবেন। যেটি পরে ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। এরআগে  আওরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল মহা বিকাশ আঘড়ি জোট সরকার। নব্বইয়ের দশকে প্রথম আওরঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি  তুলেছিলেন প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে। এবার সেটি বাস্তবায়িত হতে চলেছে।”খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে