ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

অভিষেক কনভয় নিয়ে ঢুকেছেন বিধানসভায়, অবজার্ভারের কাছে অভিযোগ বিজেপির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

অভিষেক কনভয় নিয়ে ঢুকেছেন বিধানসভায়, অবজার্ভারের কাছে অভিযোগ বিজেপির

অভিষেক কনভয় নিয়ে ঢুকেছেন বিধানসভায়, অবজার্ভারের কাছে অভিযোগ বিজেপির

 ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Ahishek Banerjee) বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Poll) বিধি লবঘনের অভিযোগ করল বিজেপি (BJP)। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের অবজার্ভারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

কী অভিযোগ অভিষেকের বিরুদ্ধে?

বিজেপির বক্তব্য, রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম হচ্ছে একজন সাংসদ বা বিধায়ক তাঁর গাড়ি নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন। সঙ্গে চালক ছাড়া অন্য কেউ থাকবে না। এমনকি নিরাপত্তারক্ষী, সহকারী কেউ নয়। কিন্তু সোমবার দেখা গেল অভিষেক ঢুকেছেন ১৯ গাড়ির কনভয় নিয়ে। সঙ্গে অনেক লোকলস্কর।

ইভিএম ব্রাত্যই, কেন গোপন ব্যালটে ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচনে?

সুদীপ মুখোপাধ্যায়ের এও বক্তব্য, বিধানসভার উত্তর গেট দিয়ে অভিষেক কনভয় নিয়ে বিধানসভায় ঢুকেছেন। যে গেট আজকে ভোট প্রক্রিয়া চলা পর্যন্ত বন্ধ থাকার কথা। কিন্তু সেই গেট খুলে দেওয়া হয়েছিল।

অবজার্ভারকে চিঠি লিখে বিজেপি দাবি করেছে, পাইলট কার সহ অভিষেক যে ভাবে বিধানসভায় ঢুকেছেন তার জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিক। এ ব্যাপারে অবশ্য অভিষেক বা তৃণমূলের তরফে কেউ দুপুর সওয়া একটা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে