এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

ভারতের ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সুরিয়াভানশি মাত্র ১৪ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হয়েছেন। বিহার রাজ্য দলের হয়ে তাকে দেওয়া হয়েছে দলের সহঅধিনায়কের দায়িত্ব।নতুন মৌসুম ও দায়িত্ব
ভারতের ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফির নতুন মৌসুম শুরু হচ্ছে বুধবার থেকে।
প্রথম দুই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গনির সহকারী হিসেবে রাখা হয়েছে বৈভবকে।
সামনেই অনূর্ধ্ব-১৯ দলের খেলা ও যুব বিশ্বকাপ, তাই শুধুমাত্র দুই ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সহঅধিনায়কত্বের অর্থ
সহঅধিনায়কত্ব মানে কেবল সহায়তা নয়, যদি কোনো কারণে অধিনায়ক মাঠে না নামেন, দায়িত্ব এসে পড়বে বৈভবের কাঁধে।
এটি তার নেতৃত্ব প্রদর্শনের একটি সুবর্ণ সুযোগ।
আগের কীর্তি
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটে তাক লাগিয়ে দেন বৈভব।
টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও তার নামের সঙ্গে যুক্ত।
এবার মাত্র ১৪ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে সহঅধিনায়কত্ব পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন।