এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

মুরাদাবাদের বিলারি ব্লকে সোমবার এক প্রীতি ক্রিকেট ম্যাচে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ম্যাচটি আয়োজন করেছিল উত্তর প্রদেশ ভেটেরান্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রতিদ্বন্দ্বিতা করছিল মোরাদাবাদ ও সম্বল দলের মধ্যে।
ম্যাচের পরিস্থিতি
ম্যাচের শেষ ওভারে জয় পেতে সম্বল দলের প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র ৪ বল। বাঁহাতি পেসার আহমর খান চাপে থাকা অবস্থাতেও অসাধারণ বোলিং করে মাত্র ১১ রান খরচে মোরাদাবাদকে জয় এনে দেন।
কিন্তু শেষ বল করার পরপরই আহমর খান শারীরিক অস্বস্তি অনুভব করেন। প্রথমে মাটিতে বসে পড়েন, পরে উইকেটের ওপর শুয়ে পড়েন।
হাসপাতালে অকাল মৃত্যু
দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ক্রিকেট মাঠে এমন ঘটনা সবসময় বেদনাদায়ক। আহমর খানের অকাল মৃত্যুতে স্থানীয় বাসিন্দা ও ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।