ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Logo
logo

নারীর বাইকার হয়ে ওঠার গল্প শুনছে ওয়ালটন, প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২২, ০৭:০৭ পিএম

নারীর বাইকার হয়ে ওঠার গল্প শুনছে ওয়ালটন, প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা

দেশের নাম্বার ওয়ান ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ব্যবসার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটি সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে। ইতিবাচক বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে দেশের শীর্ষ এই শিল্প প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘সাহসিকার গল্প’ শীর্ষক বাংলাদেশের নারী বাইকারদের জন্য একটি ক্যাম্পেইন চালু করেছে ওয়ালটন। ক্যাম্পেইনে বাইকার নারীরা বাইক রাইডার হওয়ার গল্প শেয়ার করতে পারছেন। সব বাঁধা উপেক্ষা করে বাইক নিয়ে কীভাবে তারা এগিয়ে চলছেন সেই গল্প বলতে পারছেন।

‘ওয়ালটন রোড রাইডার মোটরবাইক ব্যাটারি প্রেজেন্টস সাহসিকার গল্প’ ক্যাম্পেইনে নারীদের ব্যক্তিগত গল্প জমা দেওয়া যাচ্ছে চলতি মাসের ৩ তারিখ থেকে। গল্প নেওয়া চলবে ১৫ জুলাই, ২০২২ পর্যন্ত। ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচির বিশেষ উদ্যোগে নারী বাইকারদের জন্য পরিচালিত হচ্ছে প্রতিযোগিতামূলক ওই ক্যাম্পেইন।

জানা গেছে, ওয়ালটন ব্যাটারি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ওই ক্যাম্পেইনে অংশ নিতে ওয়ালটন ব্যাটারির অফিসিয়াল ফেসবুক পেইজের www.facebook.com/waltonbatteryofficial ইনবক্সে অথবা marketing-bm15@waltonbd.com- এই ই-মেইলে আগ্রহী নারীরা তাদের গল্প লিখে পাঠাতে পারবেন।

ওয়ালটন ব্যাটারি বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনিক আহমেদ জানান, নারাীদের পাঠানো বাছাইকৃত গল্প থেকে সেরা তিন বিজয়ী সাহসিকার জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ৫০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীরা পাবেন যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা।

ওয়ালটন ব্যাটারি বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. মাহফুজুর রহমান বলেন, নারীদের বাইকার হয়ে ওঠার এবং তাদের বাঁধাহীন এগিয়ে চলার গল্প আমরা শুনতে চাই। সংগ্রাম ও সাহসিতার সঙ্গে তাদের এই এগিয়ে চলার গল্প শুনবে ওয়ালটন। উদ্দেশ্য, সমাজে বাঁধাহীনভাবে নারীদের এগিয়ে চলায় সাহস যোগানো। বাইক ব্যবহারের মাধ্যমে নারীদের পথ চলা যেন হয় বাঁধাহীন। নারী বাইকারদের জন্য ওয়ালটন পরিবারের পক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। রাইজিংবিডি.কম থেকে নেয়া।