ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

দখলমুক্ত করতে খেরসনের দিকে আগাচ্ছে ইউক্রেন সেনারা: জেলেনস্কি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২২, ০৯:০৭ এএম

দখলমুক্ত করতে খেরসনের দিকে আগাচ্ছে ইউক্রেন সেনারা: জেলেনস্কি

বেশকিছু দিন আগে রাশিয়ার সেনাদের দখলে চলে গেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকা খেরসন। তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, খেরসন পুনর্দখলে একটু একটু করে আগাচ্ছে তার সেনাবাহিনী।

এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিল, রুশ দখলকৃত খেরসনে তীব্র লড়াই চলছে। 

এই মাসের শুরুতেই ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক খেরসনের বাসিন্দাদের যতদ্রুত সম্ভব ওই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। 

তিনি বলেছিলেন, ‘এটা জরুরি কারণ ইউক্রেনের সেনাবাহিনী ওই এলাকার নাগরিকদের নিরাপত্তা দেওয়ার মতো শক্ত অবস্থানে নেই।’

আর খেরসনের আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে তারা পুনরায় খেরসনে নিয়ন্ত্রণ নেবেন। সূত্র: বিবিসি