ঢাকা, শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০
Logo
logo

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছাবার্তা চিনা প্রেসিডেন্টের, দুই দেশের সম্পর্ক নিয়ে কী বললেন জিনপিং


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২২, ০৬:০৭ পিএম

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছাবার্তা চিনা প্রেসিডেন্টের, দুই দেশের সম্পর্ক নিয়ে কী বললেন জিনপিং

বিশ্বজুড়েই ভারতের নতুন রাষ্ট্রপতির জন্য শুভেচ্ছাবার্তা আসছে। এবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আধিপত্য বিস্তার নিয়ে ভারত-চিন সম্পর্কের অবনতি হয়েছে। সেই ২০২১ সালের এপ্রিল মাসে শেষবার সরাসরি ভারতে বার্তা পাঠিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট। কোভিড মহামারীর সময় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল চিন। তারপর থেকে শি জিনপিং আর ভারতের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্য়ে বার্তালাপ প্রায় বন্ধ। এতদিন পরে ভারতীয় প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা পাঠাতে গিয়ে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন জিনপিং।

চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই শুভেচ্ছাবার্তায় জিনপিং বলেছেন, “চিন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্বাসকে বজায় রাখতে দ্রৌপদী মুর্মুর সঙ্গে কাজ করতে আমরা তৈরি। সুস্থ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে এটা খুব কার্যকরী পদক্ষেপ হবে। পারস্পরিক মতবিরোধকে সঠিকভাবে মিটিয়ে নিলে এই কাজ সহজতর হবে।”

চিনা প্রেসিডেন্টের বক্তব্য, ভারত ও চিনের মধ্যে সম্পর্ককে দুই দেশের স্বার্থে ও শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থে আলোচনা জারি রাখা দরকার। ক্ষমতায় আসার পর থেকে চিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাক সন্ত্রাস ইস্যুতে আন্তর্জাতিক মহলে চিন বরাবরই ভারতের চিরশত্রু পাকিস্তানের পাশে দাঁড়ায়। তবে করোনা ইস্যুতে পাশে থাকার কথা বলে চিনা প্রেসিডেন্টকে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের প্রশাসন তথা সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মারণ ভাইরাস রোধে চিনকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা লিখেছিলেন মোদী। তাতে ভারত সরকারকে ধন্য়বাদও জানায় চিন। কিন্তু এরপর ২০২০ সালে লাদাখে অবৈধ অনুপ্রবেশ ঘিরে ভারতের সঙ্গে ফের চিনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন রয়েছে। দুই রাষ্ট্রপ্রধানেরই সেই বৈঠকে যোগ দেওয়ার কথা। সেখানে মোদী-জিনপিং বৈঠক হওয়ারও সম্ভাবনা আছে। সেখানে দুই রাষ্ট্রপ্রধানের মধ্য়ে কী আলোচনা হয় সেটাই দেখার। খবর দ্য ওয়ালের