ঢাকা, রবিবার, নভেম্বর ২, ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২
Logo
logo

বিশ্বকাপ জিতলে জেমাইমার গিটারে গান গাইবেন গাভাস্কার! ভারতীয় দলের জন্য রোমাঞ্চকর প্রস্তাব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

বিশ্বকাপ জিতলে জেমাইমার গিটারে গান গাইবেন গাভাস্কার! ভারতীয় দলের জন্য রোমাঞ্চকর প্রস্তাব

ভারতীয় নারী ক্রিকেট দল যদি বিশ্বকাপ জয় করে, তাহলে ক্রিকেটার জেমাইমা রড্রিগেজের গিটারের তালে গান গাইবেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জয়ের পর জেমাইমার সেলিব্রেশন সবার নজর কেড়েছিল। এবার সেই জেমাইমার সঙ্গেই মঞ্চ ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন গাভাস্কার।

জেমাইমা রড্রিগেজ এখন সত্যিই সারা ভারতের প্রিয় মুখ। সেমিফাইনালে তার অসাধারণ শতরানের সুবাদেই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। মাঠে গিটার বাজানোর ভঙ্গিতে সেলিব্রেশন করা জেমাইমা আসল জীবনেও দারুণ গিটার বাজান। আর এই গুণের জন্যই তার সঙ্গে ডুয়েট করতে চান গাভাস্কার।

কবে দেখা গিয়েছিল এই জুটিকে?
এই জুটি কিন্তু একবার ইতিমধ্যেই মঞ্চ মাতিয়েছেন। বিসিসিআই-এর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সানি-জেমি জুটি দারুণ একটি পারফরম্যান্স দিয়েছিলেন। গাভাস্কার এখন চান, ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে আবারও সেই জুটিকে মঞ্চে দেখতে।

কী বললেন গাভাস্কার?
গাভাস্কার স্পষ্টই বলেছেন, "যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। যদি সে রাজি থাকে তাহলে। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব।"

তিনি বিস্তারিত বলেন, "কয়েক বছর আগে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার গান করেছিলাম। একটা ব্যান্ড গান গাইছিল, আমরা ঠিক করি ওদের সঙ্গে গান করব। জেমাইমা গিটার বাজাচ্ছিল আর আমি এই গলা নিয়ে গান গাইছিলাম। যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে আবার সেটা করতে চাই। যদি সে আমার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে গানবাজনা করতে রাজি হয়, তাহলে আমিও রাজি।"

কখন ফাইনাল?
রবিবারই ভারতের সামনে বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সুযোগ। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। এর আগে ভারত দুইবার ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ জিততে পারেনি। তাই ক্রিকেটপ্রেমী সকলের চোখ এখন রবিবারের ফাইনাল ম্যাচের দিকে।