ঢাকা, রবিবার, নভেম্বর ২, ২০২৫ | ১৮ কার্তিক ১৪৩২
Logo
logo

উয়েফার বিরুদ্ধে বিশাল মামলা! ক্ষতিপূরণ হিসেবে ৬৩ হাজার কোটি টাকা চাইছে রিয়াল মাদ্রিদ!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

উয়েফার বিরুদ্ধে বিশাল মামলা! ক্ষতিপূরণ হিসেবে ৬৩ হাজার কোটি টাকা চাইছে রিয়াল মাদ্রিদ!

ইউরোপিয়ান সুপার লিগ (ESL) ইস্যুতে স্পেনের একটি আদালতের সর্বশেষ রায়ের পর নিজেদের অবস্থান পরিষ্কার করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটি এবার উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে বিশাল অঙ্কের মামলা করতে যাচ্ছে।

দাবিকৃত ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে ৪৫০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৩ হাজার কোটি টাকারও বেশি!

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আদালতের রায়
আদালতের সর্বশেষ রায়ে বলা হয়েছে যে, ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা আটকে দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতার আইন লঙ্ঘন করেছে উয়েফা।

আপিল খারিজ: সেই রায়ের বিরুদ্ধে উয়েফা যে আপিল করেছিল, গত বুধবার (২৯ অক্টোবর) মাদ্রিদের প্রাদেশিক আদালত তা খারিজ করে দিয়েছেন। একই আদালত স্প্যানিশ লিগ লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের করা আপিলও খারিজ করে দেন।

মূল রায়: মূলত, ২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের আদালত (CJEU) রায় দিয়েছিল যে, ২০২১ সালে উয়েফা ও ফিফা যে নিয়মগুলো প্রস্তাবিত সুপার লিগ ঠেকাতে ব্যবহার করেছিল, তা ইউরোপীয় আইনের পরিপন্থী।

ক্ষতিপূরণ চাওয়ার পথ খুলল রিয়ালের
আপিলের পরও সেই রায় বহাল থাকায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ে 'আনন্দিত'। তাদের মতে, এই রায় 'ক্লাবের উল্লেখযোগ্য ক্ষতির ক্ষতিপূরণ দাবি করার পথ খুলে দিয়েছে।'

অন্যদিকে, উয়েফাও একটি বিবৃতি দিয়েছে। ইউরোপীয় ফুটবল সংস্থাটি বলেছে, সবশেষ এই রায় '২০২১ সালে ঘোষিত এবং ইতিমধ্যে পরিত্যক্ত 'সুপার লিগ' প্রকল্পকে বৈধতা দেয় না।' একই সঙ্গে এটি উয়েফার ২০২২ সালে গৃহীত ও ২০২৪ সালে হালনাগাদ করা বর্তমান অনুমোদন-নিয়মকেও খর্ব করে না, যা এখনও কার্যকর রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে স্পেন, ইতালি ও ইংল্যান্ডের ১২টি ক্লাবের অংশগ্রহণে ইউরোপিয়ান সুপার লিগ চালু হলেও, তীব্র সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকল্পটি ভেস্তে যায়।