ঢাকা, বুধবার, নভেম্বর ১২, ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২
Logo
logo

ইসলামাবাদ বিস্ফোরণে ১২ নিহত, ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শাহবাজ শরিফ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

ইসলামাবাদ বিস্ফোরণে ১২ নিহত, ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার পেছনে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পূর্বে টুইটার-এ দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, “ইসলামাবাদে বিস্ফোরণের পাশাপাশি আফগান সীমান্তের কাছে একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে। এ দুটি ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় উদাহরণ।”

তিনি আরও বলেন, “বিশ্ব এখন এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবে। আমরা সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরিফ তার পোস্টে ভারতের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ জেলা আদালত ভবনের পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও আরও ২৭ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের সময় ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছিল। পাশাপাশি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচও চলছিল। এই অবস্থায় হামলাটি পাকিস্তানজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, এক্সপ্রেস ট্রিবিউন জানায়, একইদিন সন্ত্রাসীরা দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে হামলা চালায়। এসময় প্রায় ৫০০ শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে এবং কলেজ প্রাঙ্গণে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়।

পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর সূত্রে জানা গেছে, কলেজের ভেতরে এখনো তিনজন সন্ত্রাসী লুকিয়ে আছে। এলাকা ঘিরে রেখেছে সেনা সদস্যরা এবং অভিযান চলছে।