ঢাকা, বুধবার, নভেম্বর ১২, ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২
Logo
logo

ভয়াবহ চিত্র! এক মাসে দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস, পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

ভয়াবহ চিত্র! এক মাসে দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস, পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি (কমপক্ষে ১৫০০) ভবন ধ্বংস করেছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভেরিফাই গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

গত ১০ অক্টোবর আমেরিকার মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সর্বশেষ স্যাটেলাইট ছবিগুলো তোলা হয়েছে ৮ নভেম্বর। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় এক মাসেরও কম সময়ের মধ্যে পুরো পাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ভবনগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি, যার অর্থ—গাজায় প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

চুক্তি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েল বলছে 'কাঠামোর মধ্যেই আছি'
কিছু বিশেষজ্ঞ বলছেন, যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের এই ভবন ধ্বংসের ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করছে।

তবে এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন যে, তারা 'যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই' কাজ করছেন। তাদের এই ধ্বংসাত্মক কার্যকলাপের উদ্দেশ্য বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।