এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

হজ ও ওমরাহযাত্রীদের জন্য দারুণ এক সুখবর দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স। এখন থেকে বিমানে ভ্রমণের সময় যাত্রীরা বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই নতুন সেবায় যাত্রীরা প্রতি ঘণ্টায় ৩০০ মেগাবাইট পর্যন্ত গতির ইন্টারনেট সংযোগ পাবেন—যা দিয়ে সহজেই ভিডিও কল, লাইভ স্ট্রিমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সম্ভব।
রিয়াদ-জেদ্দা রুটে এসভি-১০৪৪ নম্বর ফ্লাইটে পরীক্ষামূলকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ফ্লাইটে উপস্থিত ছিলেন সৌদি সরকারের কয়েকজন মন্ত্রী। তাঁরা ৩৫ হাজার ফুট উচ্চতায় বসেই ফুটবল ম্যাচ লাইভ স্ট্রিমিং ও ভিডিও কলে অংশ নেন—আর সেবাটি ছিল সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন।
বর্তমানে সাউদিয়ার ২০টি বিমানে এই ওয়াইফাই সেবা চালু হয়েছে। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক রুটেও চালু করা হবে—বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের ফ্লাইটে।
সাউদিয়া এয়ারলাইন্স জানিয়েছে, ভবিষ্যতে এই সেবার ইন্টারনেট গতি আরও বাড়িয়ে ৮০০ মেগাবাইট পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সবচেয়ে ভালো খবর হলো—এই সেবা যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
এতে আকাশপথে ভ্রমণ আরও আরামদায়ক, সংযুক্ত ও বিনোদনসমৃদ্ধ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।