এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

ইসলামাবাদে বোমা হামলার জবাবে আফগানিস্তানে সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর পশ্চিম ওয়াজিরিস্তানের এক ক্যাডেট কলেজে জিম্মি সংকট শেষ করে পাঁচ জঙ্গীকে খতম করা হয়েছে।
মঙ্গলবার ইসলামাবাদের এক আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন মারা যান—দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের পুরোনো অভিযোগ, আফগান তালেবান সরকার আর ভারত এই জঙ্গিদের পিঠে হাত দিচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় মিডিয়ায় বলেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দেওয়ার জন্য তালেবান সরকারকে বারবার বলা হয়েছে—কোনো লাভ নেই। পাকিস্তানকে অস্থির করতে আফগানিস্তান-ভারতের চেষ্টার জবাব একইভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় এক ক্যাডেট কলেজে জিম্মি সংকট সাফল্যের সঙ্গে শেষ করেছে পাকিস্তান সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতীসহ মোট পাঁচ জঙ্গীকে মেরে সব শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার থেকে কলেজটা টিটিপি জঙ্গিদের দখলে ছিল।
খাজা আসিফের হুমকির পর আফগান সীমান্তে জঙ্গি ঘাঁটিতে অভিযানের আশঙ্কায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি গত শুক্রবার শেষ হয়েছে বলে খবর।