এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

আফ্রিকার দেশ উগান্ডা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এক অবিশ্বাস্য সাফল্যের জন্ম দিয়েছে। কাতারে চলছে এই যুব বিশ্বকাপ। সেখানেই গ্রুপ পর্বের একটি ম্যাচে ইউরোপের পরাশক্তি ফ্রান্সের অনূর্ধ্ব-১৭ দলকে ১-০ গোলে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল তারা। শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি, এই জয়ের সুবাদেই ৪৮ দলের এই বিশ্বকাপে নকআউট পর্বের টিকিটও নিশ্চিত করে ফেলেছে উগান্ডা।
যদিও ফ্রান্স দল উগান্ডার কাছে হেরেও শেষ পর্যন্ত গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পেরেছে। গ্রুপ 'কে' তে ছিল রোমাঞ্চকর এক লড়াই। গ্রুপের তিনটি ম্যাচ শেষে ফ্রান্স, উগান্ডা, কানাডা ও চিলি—চার দলেরই পয়েন্ট দাঁড়ায় সমান ৪। তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গোলের ব্যবধান।
এই গ্রুপের চারটি দলই তাদের তিনটি ম্যাচে একটিতে জয়, একটিতে হার এবং আরেকটিতে ড্র করেছিল। গোলের ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। অন্যদিকে, কানাডা এবং উগান্ডার গোল ব্যবধান ছিল শূন্য। কিন্তু যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন উগান্ডা কানাডাকে হারিয়েছিল। সেজন্য পয়েন্ট টেবিলে কানাডার নিচে থেকেও, 'সেরা তৃতীয়' দল হিসেবে নকআউট পর্বের টিকিট পেয়ে গেছে উগান্ডা।
ফ্রান্সের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচে উগান্ডার ছেলেরা ছিল অসাধারণ। দৃঢ় রক্ষণ আর ভয়হীন আক্রমণাত্মক ফুটবল খেলে তারা পুরো ম্যাচজুড়েই ফরাসি দলকে চাপে রাখে। ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায়ই উগান্ডার জেমস বোগেরে দেয়ান এক অসাধারণ গোল করেন। ডি-বক্সের ভেতর থেকে একটি সুন্দর বাঁকানো শটে বলটা তিনি জালের কোণেই জড়িয়ে দেন। আফ্রিকার এই দেশটির ফুটবল ইতিহাসে এই জয় এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
এদিকে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কাটিয়েছে আরও কিছু বড় দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় নিয়ে পরের পর্বে পা রেখেছে আর্জেন্টিনা। আর দুই জয় ও একটি ড্র নিয়ে নিজেদের গ্রুপে সেরা হয়েছে দক্ষিণ আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল।